বাজিতপুরে উপজেলা নির্বাচনে প্রার্থীদের তৎপরতা শুরু

আমাদের নিকলী ডেস্ক ।।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বাজিতপুরে বিশেষ করে চেয়ারম্যান পদপ্রার্থীদের নানামুখী তৎপরতা শুরু হয়ে গেছে। উপজেলার সর্বত্রই আওয়ামী লীগের প্রার্থিতা নিয়ে গুঞ্জন। অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থিতা নিয়ে এখনও কোনো আলোচনা-সমালোচনা দেখা যায়নি।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ছারওয়ার আলম; প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ নূরুন্নবী বাদল; উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মাস্টার; উপজেলা আওয়ামী লীগের অন্যতম যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা মহিউদ্দীন আহমেদ; উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কাসেম হারুন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন। অন্যদিকে বিএনপির কোনো প্রার্থীর নাম শোনা যাচ্ছে না।

উপজেলা বিএনপির সম্পাদক মনিরুজ্জামান মনির এবং জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান উজ্জ্বল জানান, উপজেলা পরিষদ নির্বাচনে যাওয়া না যাওয়ার ব্যাপারে এখনও কোনো দলীয় সিদ্ধান্ত আসেনি। দল যা সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী আমরা কাজ করবো।

এদিকে ইতোমধ্যেই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মাস্টারের পক্ষে পোস্টার ও ব্যানার শোভা পাচ্ছে উপজেলার বিভিন্ন স্থানে। সেই সাথে তার পক্ষে বাজিতপুর বাজারে শো-ডাউনও হয়েছে।

সূত্র : ইত্তেফাক, ২০ জানুয়ারি ২০১৯

Similar Posts

error: Content is protected !!