সংবাদদাতা ।।
গতকাল ১ জানুয়ারি ৩৭ বছরে পা রাখলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ উপলক্ষে সংগঠনের নিকলী উপজেলা শাখা কেক কেটে আনুষ্ঠানিকভাবে জন্মদিন উদযাপন করলো।
এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রাক্তন তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল আলম রাজন। ছাত্রদলের কেন্দ্রীয় অনুষ্ঠানে উপস্থিত থাকার ফলে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানমালায় ছিলো কেক কাটা, আলোচনা সভা ও র্যালি। স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত র্যালি স্থগিত করা হয়েছে। কেক কাটার পর উপস্থিত সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদল সভাপতি খাইরুল ইসলাম। অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন : নিকলী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক, নিকলী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নিকলী উপজেলা জাসাস সভাপতি কামরুল হাসান, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ তুহিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত কবির নাদিমসহ অনেকেই।