নারায়ণগঞ্জ প্রতিনিধি ।।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মরহুম আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বাদ মাগরিব শহরের চাষাড়াস্থ বাগে জান্নাত মাদ্রাসায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল-এর উদ্যোগে মরহুমের রূহের মাগফিরাত কামনায় এই দোয়ার আয়োজন করা হয়।
এই সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের আহ্বায়ক এটিএম কামাল সহ আরো উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর সেচ্ছাসেবক দল নেতা মাকিদ মোস্তাকিম শিপলু, সাইফুল ইসলাম বাবু প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো। তার বয়স হয়েছিল ৪৫ বছর। রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
গত ১/১১তে জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হওয়া আরাফাত ২০০৮ সালের ১৭ জুলাই তৎকালীন সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন। পরে সেখান থেকে মালয়েশিয়া যান তিনি। সেখানে তার সঙ্গে স্ত্রী সৈয়দ শর্মিলা রহমান সিঁথি, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান ছিলেন।