ধামইরহাটে প্রখ্যাত শিক্ষাবিদ তাকিউদ্দীন আল আরাবী” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

ধামইরহাট পাবলিক লাইব্রেরীর আয়োজনে বিশিষ্ট গুণীজনদের মিলনমেলার মাধ্যমে “ঐতিহাসিক মাহীসন্তোষের প্রখ্যাত শিক্ষাবিদ তাকিউদ্দীন আল আরাবী” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

২৪ জানুয়ারি দুপুরে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে পাবলিক লাইব্রেরীর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী আসনের সাংসদ ফজল হোসেন বাদশা।

বিশেষ অতিথি ছিলেন হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এমপি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস একেএম ইয়াকুব আলী, মুক্তিযোদ্ধা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রুহুল আমিন প্রামানিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ নূরুল আমিন, প্রফেসর ডঃ কাজী মোস্তাফিজুর রহমান, রাজশাহী কলেজের প্রফেসর রেজাউল করিম, লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলাল ই রব্বানী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র প্রভাষক আ ন ম আফজাল হোসেন।

অনুষ্ঠান শেষে আব্দুল মুকিত কল্লোলের পরিকল্পনা ও পরিচালনায় মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

 

Similar Posts

error: Content is protected !!