ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারি বিকেল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশনের আয়োজনে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিদের সম্মুখে বক্তৃতাকালে তথ্য কমিশনের সাবেক সচিব মো. মুহিবুল হোসেইন বলেন, সাধারণ জনগণের কাছে তথ্য অধিকার আইন জনসেবা ও জবাবদিহিতার মুখপাত্র।”
সহকারী কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, ধামইরহাট সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগ সম্পাদক মো. শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, শাহজাহান আলী কমল, প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান (বকুল), সঞ্চালক জাবিদ হোসেন মৃদু প্রমুখ।