মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) ।।
হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। এসময় অগ্নিদগ্ধ হয়ে সালমা খাতুন (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
তাছাড়া বসতঘরে আগুন দেখে মোঃ ইউছুপ নামে এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে। রোববার (২৭ জানুয়ারি ২০১৯) উপজেলার মেখল ইউনিয়নের পশ্চিম মেখল এলাকা আবদুল গফুর চৌকিদার প্রকাশ ইসমাইল সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ৪০ লক্ষাধিক টাকা হবে ধারণা করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কেট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ আড়াই ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও অগ্নিদুর্গতদের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে উক্ত বাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন দেখে স্থানীয় লোকজন বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। দীর্ঘ আড়াই ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে দগ্ধ হয়ে আবদুল গফুর চৌকিদারের স্ত্রী সালমা খাতুন ঘটনাস্থলে মারা যান। এসময় ঘরে আগুন দেখে মোঃ ইউছুপ (৬০) নামে এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
এসময় আবুল মনসুর নামে এক পরিবারের গৃহকর্তা আহত হন। এ দুই পরিবার ছাড়াও মোঃ জাফর ও মোঃ সেলিমসহ মোট চার পরিবারের বসতঘর ও ঘরে রক্ষিত যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ৪০ লক্ষাধিক টাকা হবে ধারণা করা হচ্ছে।
অগ্নিদুর্গত পরিবারের মেয়ে রাবিয়া আকতার জানান, ঘরে আগুন দেখে তার বাবা মোঃ ইউছুপ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।