নিকলীতে পালিত হচ্ছে পুলিশ সেবা সপ্তাহ

বিশেষ প্রতিনিধি ।।

২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সোমবার (২৮ জানুয়ারি ২০১৯) সকালে নিকলী থানা পুলিশের আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

নিকলী থানা অফিসার্স ইনচার্জ মো. নাসির উদ্দিন ভূইয়ার নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন নিকলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ।

ওসি (তদন্ত) সামসুল আলম সিদ্দিকী, এসআই শফিকুল ইসলাম, সমরেন্দ্র দত্ত, আজিজ, ইসমাইল হোসেন, এএসআই কায়সার, মনির, নূরসহ নিকলী থানার পুলিশ সদস্য ও উপজেলার ৭ ইউনিয়নে দায়িত্বরত গ্রাম পুলিশবৃন্দ অংশগ্রহণ করেন।

র‌্যালিটি উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে শেষ হয়।

Similar Posts

error: Content is protected !!