ধামইরহাটে তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে তথ্য অধিকার আইন ২০১৯ বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে ২৮ জানুয়ারি দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন তথ্য কমিশনার বিশেষজ্ঞ পরিচালক ড. মো. আব্দুল হাকিম।

উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশনের যৌথ আয়োজনে সভায় উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, কৃষি অফিসার সেলিম রেজা, মৎস্য কর্মকর্তা আ. হান্নান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, হিসাব রক্ষণ কর্মকর্তা রিপন আহমেদসহ সকল সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিব, সাংবাদিক নেতা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

Similar Posts

error: Content is protected !!