লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
হবিগঞ্জের লাখাই উপজেলার হোসেনপুর গ্রামে জমিতে পানি সেচ দেয়া নিয়ে বিরোধের জের ধরে দুই দলের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটে এবং রাত ৮টা পর্যন্ত থেমে থেমে চলে আক্রমণ ও পাল্টা আক্রমণ। এতে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়।
আহতদের মাঝে ছালেক মিয়া নামে এক ব্যক্তিকে মুমুর্ষ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে বলে সূত্রে জানা যায়। হোসেনপুর গ্রামের সায়েদ মিয়ার সাথে একই গ্রামের দিদার হোসেনের পুত্র হেলাল মিয়ার জমিতে সেচ নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
এব্যাপারে লাখাই থানা অফিসার্স ইনচার্জ এমরান হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।