“এক বছর উপজেলা হাসপাতালে থাকতে হবে ডাক্তারদের”

আমাদের নিকলী ডেস্ক ।।

চিকিৎসকদের প্রত্যেককে এক বছর করে উপজেলা পর্যায়ের হাসপাতালে ইন্টার্নশিপ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দায়িত্ব পালনে ডাক্তার ও নার্সদের অবহেলা পেলে চাকরি থাকবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি রোববার (২৭ জানুয়ারি ২০১৯) এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন, চিকিৎসকদের জন্য দু’বছর ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে। এর মধ্যে এক বছর থাকতে হবে উপজেলা পর্যায়ের হাসপাতালে।

তিনি বলেন, প্রত্যেক সরকারি হাসপাতালে বায়োমেট্রিক পদ্ধতি চালু করে চিকিৎসকদের হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে হবে। কেন কোনো এলাকার হাসপাতালে ডাক্তার থাকছেন না, তা সব জেলায় জরিপ চালিয়ে বের করতে বলেছেন তিনি।

যারা সেবা দেবেন না, তাদের ওএসডি করে রাখার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়েছে, তাদের অবশ্যই জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। তা না হলে চাকরি থেকে চলে যেতে হবে তাদের।

নার্সদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “নার্সরা রোগীর সেবা না করলে চাকুরি থেকে অব্যাহতি নিন।”

সূত্র : চ্যানেল আই অনলাইন

Similar Posts

error: Content is protected !!