প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের বাজিতপুরের গোথালিয়ায় কটিয়াদী রক্তদান সমিতির উদ্যোগে বুধবার (৩০ জানুয়ারি ২০১৯) মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন মো. মাহবুবুর রহমান ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আকতার জামিল।

কটিয়াদী রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পিরিজপুর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েল, ডুয়াইগাঁও সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি এমরান উদ্দিন ভূঞা এংরাজ।

অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন গোথালিয়া সপ্রাবি’র প্রধান শিক্ষক নয়ন মিয়া, সাংবাদিক আমিনুল ইসলাম, নূরে হায়াৎ কটিয়াদী রক্তদান সমিতির স্বেচ্ছাসেবক আব্দুল্লাহ্ আল মামুন, মাহাবুবুর রহমান, সাকিবুল হাসান সোহাগ, ইব্রাহিম খলিল, রাজু আহমেদ, সালমান ফারসি, রাশেদ প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!