পাকুন্দিয়ায় বাল্যবিবাহ আয়োজনে জরিমানা

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাল্যবিবাহ আয়োজনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ জানুয়ারি ২০১৯) দুপুরে উপজেলার সালংকা গ্রামে অভিযান চালিয়ে পুলিশের সহায়তায় বর ও কনেপক্ষের কাছ থেকে এ জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমান।

বুধবার উপজেলার মাইজহাটি গ্রামের আওলাদ হোসেনের ছেলে খালেদ হোসেনের সাথে পাশ্ববর্তী সালংকা গ্রামের সাফি উদ্দিনের স্কুলপড়ুয়া কন্যার বিবাহের আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ কনের বাড়িতে উপস্থিত হয়ে বর খালেদ হোসেন ও তার পিতা আওলাদ হোসেন এবং কনের পিতা সাফি উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে।

পরে দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করে বাল্যবিবাহ আয়োজন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের কারাদণ্ড দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধী তিনজনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং বাল্যবিবাহ না দেয়ার শর্তে তাদের ছেড়ে দেয়া হয়।

Similar Posts

error: Content is protected !!