কারার ইমরান মাহাদী নিয়ন, নিজস্ব প্রতিনিধি ।।
কারপাশা ইউনিয়নের মজলিশপুরে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে গতকাল বুধবার (৩০ জানুয়ারি ২০১৯) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিকলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম।
স্কুলের প্রধান শিক্ষক হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারপাশা ইউনিয়নের চেয়ারম্যান তাকী আমান খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল। আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর দেড়টায় শেষ হয়। শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি শিক্ষকদের জন্যও ছিল কয়েকটি আকর্ষণীয় ইভেন্ট।
খেলা শেষে বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথিবৃন্দ অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন।