মহাস্থান মর্নিং সান হাইস্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মর্নিং সান কেজি স্কুল এন্ড হাইস্কুলে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি ২০১৯) সকাল ১১টায় স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে স্কুলের শিক্ষার্থীদের ক্লাসে লেখাপড়ার উন্নতি, আগামী বার্ষিক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অত্র স্কুলের সিনিয়র শিক্ষক সাজেদুর রহমান সাজুর পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান।

প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালক ও শিবগঞ্জ যুবসংহতির আহ্বায়ক হুসাইন শরিফ সঞ্চয়। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাস্থান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষিত মা ব্যতীত একটি শিক্ষিত জাতি গড়া অসম্ভব আর শিক্ষিত জাতি ছাড়া উন্নত রাষ্ট্র গড়া সম্ভব নয়।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বলেন, আজকে সারা দেশে শিক্ষার হার ও পাসের হার বাড়ার পিছনে স্কুল শিক্ষিক/শিক্ষিকার পাশাপাশি মায়েরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে চলছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীতে মায়েরা আরো বেশি যত্নবান ও দায়িত্বশীল ভূমিকা পালন করে দেশকে নিরক্ষরমুক্ত করে উন্নতশীল রাষ্ট্রে পরিণত করবে।

এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক এমদাদুল হক দুলাল, মিজানুর রহমান, মিজানুর রহমান সুমন, মহিনুর ইসলাম, মেহেদী হাসান, গিনি বেগম, নিপা, লাকী, লিপি, নিলুফা ইয়াসমিনসহ অভিভাবকবৃন্দ।

Similar Posts

error: Content is protected !!