ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
ধামইরহাটে প্রিয়জন যুব সংগঠনের উদ্যোগে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫শ’ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি ২০১৯) সকাল ১১টায় উপজেলার বাদ কর্নাই আছিয়া-আরজু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আড়ানগর ইউপি চেয়ারম্যান শাহাজান আলী কমল।
এ সময় ধামইরহাট সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, যুব সংগঠনের সভাপতি সাফি আরমান, সাধারণ সম্পাদক সামিউল বাসি, সাংবাদিক মাসুদ সরকার, রেজুয়ান আলমসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রত্যেক শিক্ষার্থীকে বিনামূল্যে দু’টি খাতা ও একটি কলম প্রদান করা হয়।