ধামইরহাটে নিপাহ ভাইরাসে ১ গৃহবধূর মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ১ গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত প্রায় ২ সপ্তাহ আগে উপজেলার সদরে ওষুধ ব্যবসায়ী সাইফুল ইসলামের স্ত্রী আয়েশা সিদ্দিকা (৩০) খেজুরের রস খেয়েছিলেন। এর কয়েকদিন পর অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে পত্নীতলা পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসাধীন অবস্থায় ৩১ জানুয়ারি দুপুরে রামেক হাসপাতালে মৃত্যুবরণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসকগণ আগেই বলেছিলেন নিপাহ ভাইরাসে আক্রান্ত বেশিরভাগ রোগিই বাঁচানো সম্ভব নয়; জানালেন মৃতের সাথে থাকা আয়েশা সিদ্দিকার ভাই। পরে রাত ৯টায় বিকন্দখাস গ্রামে আয়েশা সিদ্দিকার নিজ গ্রামে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, ধামইরহাট উপজেলায় নিপাহ ভাইরাস সম্পর্কে প্রচারণা করে স্বাস্থ্য অধিদপ্তর। যা ছিল উপজেলা বাজারকেন্দ্রিক। এসব মারাত্মক দুর্ঘটনা এড়াতে শুধু বাজারে নয় গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এ সম্পর্কে অবহিত করে প্রচারণার মত দিয়েছেন এলাকার সুধীমহল।

Similar Posts

error: Content is protected !!