ঢাকাস্থ নিকলী সমিতি পিকনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ।।

বাংলাদেশ ‌শিল্পকলা একা‌ডে‌মি প্রাঙ্গ‌নে শুক্রবার (১ ফেব্রুয়ারি ২০১৯) ঢাকাস্থ নিকলী সমিতি পিকনিক-২০১৯ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুশতাক আহম্মদ লিটন। উপস্থিত ছিলেন পিকনিক উদযাপন কমিটি ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

“চলো ঘুরে আসি বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁওয়ে” স্লোগানে ঢাকাস্থ নিকলী সমিতি প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে পিকনিক। আগামী ৮ ফেব্রুয়ারি ২০১৯ (শুক্রবার) দিনব্যাপী নানান আয়োজনে আনন্দমুখর পিকনিক উদযাপন করবেন ঢাকায় বসবাসকারী নিকলীবাসী।

যাত্রা শুরু হবে সকাল ৮টায়, মাওলানা ভাসানী স্টেডিয়াম গেট (গুলিস্তান) থেকে। পিকনিক আয়োজনে থাকবে সকালের নাশতা, দুপুরের খাবার, র‌্যাফেল ড্র, আকর্ষণীয় কিছু খেলা ও পুরস্কার প্রদান পর্ব।

গতকাল শুক্রবার (১ ফেব্রুয়ারি ২০১৯) আয়োজিত ঢাকাস্থ নিকলী সমিতি পিকনিক প্রস্তুতি সভা শেষে পিকনিক আয়োজন কমিটির সদস্য সচিব কারার মোশারফ হোসেন (০১৯১৫০২৩৬৩২) জানান, নানান ব্যস্ততায় ঢাকায় বসবাসরত নিকলীবাসী যারা এখনো নাম অন্তর্ভুক্ত করতে পারেননি আগামী মঙ্গলবার পর্যন্ত নাম নেয়া হবে।

ঢাকায় বসবাসরত নিকলী উপজেলাবাসী সবাইকে পিকনিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Similar Posts

error: Content is protected !!