ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে দিবসটি উপলক্ষ্যে একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা পারভীন, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান, এসআই মহসীন আলী, ধান ব্যবসায়ী আড়ৎ মালিক সমিতির নেতা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা মোকলেছার আলম, সাংবাদিক এম এ মালেক, আবু মুছা স্বপন প্রমুখ।