মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
শুক্রবার দিবাগত গভীর রাতে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের আশোকোলা কমিউনিটি ক্লিনিকে চুরি সংঘটিত হয়েছে। এতে প্রায় ৩০-৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
সরেজমিনে শনিবার দুপুরে জানা গেছে, বগুড়া সদরের আশোকোলা কমিউনিটি ক্লিনিকে শুক্রবার দিবাগত গভীর রাতে কে বা কারা ক্লিনিকের গ্রীলের তালা আটকিয়ে থাকা গ্রীল কেটে ১২টা প্লাস্টিকের চেয়ার, সৌর বিদ্যুতের ৩০ হাজার টাকার ১টি ব্যাটারি চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মাসুদ রব্বানীর সাথে কথা বললে তিনি জানান, আমি ও সিএইচসিপি মৌসুমী আকতার প্রতিদিনের মতো সকালে অফিসে এসে দেখতে পাই যে, অফিসের বারান্দার গ্রীলের তালা আটকিয়ে রাখার গ্রীল কেটে অফিসে ঢুকে কে বা কারা ওই সব সামগ্রী চুরি করে নিয়ে যায়।
এব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিহিত করা হয়েছে এবং সদর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।