মহাস্থান বগুড়া প্রতিনিধি ।।
শুক্রবার রাতে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের জাহানাবাদ গ্রামে জামে মসজিদ কমিটির আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক শিক্ষক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাশরাফী হিরো।
তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, ধর্মীয় রীতি নীতি মেনে চললে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। এবং সকল মুসলমান নর-নারীকে কোরআনের ছায়াতলে আসতে হবে।
সমাজসেবক জাহিদুল ইসলামের সহ-সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন মাওলানা মোঃ আবুল হায়াত (কুষ্টিয়া), ২য় বক্তা মাওলানা মোঃ আব্দুর রশিদ ফারুকী (উত্তর বগুড়া), বরেণ্য অতিথি লাহিড়ীপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জুলফিকার আবু নাছের আপেল মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী, বিশেষ অতিথি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল হান্নান রিপু, গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, আলহাজ্ব বজলার রহমান, জহুরুল ইসলাম, বেলাল হোসেন বেলু, আমন্ত্রিত অতিথি বিশিষ্ট ব্যবসায়ী আইনুল ইসলাম, আশরাফ আলী, সাইদুল ইসলাম, আশিকুর রহমান আপেল, আপেল মাহমুদ টিটু।
পৃষ্ঠপোষকতায় মোস্তফা নুরনবী ইসলাম লাল, সার্বিক ব্যবস্থাপনায় বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী, আয়োজক কমিটির সদস্য আসাদুজ্জামান চিশতি, মোস্তফা নুরে আলম নাইচ, শাহ জামাল সুমন, আব্দুর রহমান, জুয়েল মাহমুদ। মাহফিল পরিচালনা করেন মোঃ জাকিরুল ইসলাম প্রমুখ।