মাহবুবুর রহমান, কটিয়াদী ।।
কর্মক্ষেত্রে ভালো কাজের জন্য আইজিপি’স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পদক পাচ্ছেন কিশোরগঞ্জের কটিয়াদীর কৃতি সন্তান এএসআই মোঃ শামীম মিয়া, বিপিএম। ৩১ জানুয়ারি (বৃহস্পতিবার) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (পিপিএম বার) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তালিকা প্রকাশ করা হয়।
প্রতিবছর প্রশংসনীয় এবং ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুলিশ সদস্যদের মধ্যে “আইজিপি’স এক্সেমপ্লারি গুড সার্ভিসেস ব্যাজ” প্রদান করা হয়। ২০১৮ সালে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদানের ভিত্তিতে পদকের জন্য যোগ্য কর্মকর্তা ও সদস্যদের নির্বাচিত করা হয়েছে।
এবার এসপি পদ থেকে কনস্টেবল পর্যন্ত ৫০১ জন পুলিশ সদস্যকে মোট ৬টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হচ্ছে। এর মধ্যে এ ক্যাটাগরিতে ১৪৩ জন, বি ক্যাটাগরিতে ১৫৯, সি ক্যাটাগরিতে ৮৩ জন, ডি ক্যাটাগরিতে ১৫ জন, ই ক্যাটাগরিতে ৬৫ জন এবং এফ ক্যাটাগরিতে ৩৬ জন পুলিশ সদস্য পুরস্কার পাবেন। পুরস্কারপ্রাপ্তরা মনে করছেন, এই পুরস্কার তাদের জনসেবার কাজে আরও উৎসাহিত করবে।
বুধবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ প্যারেড গ্রাউন্ডে “পুলিশ সপ্তাহ-২০১৯”-এর অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এএসআই মোঃ শামীম মিয়া, বিপিএম’কে এই ব্যাজ পরিয়ে দিবেন।
মোঃ শামীম মিয়া, বিপিএম এর আগে ২০১৬ সালে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আইজিপি ব্যাজ ও ২০১৭ সালে বিপিএম পদকে ভূষিত হন।
এএসআই মোঃ শামীম মিয়া, বিপিএম কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের গর্বিত সন্তান। তিনি বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার্সে এএসআই পদে কর্মরত আছেন।