ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে আপন সহোদর ভাইয়ের হাতে মারাত্মক রক্তাক্ত জখম হয়েছেন বোন। স্থানীয়দের সহযোগিতায় জখমীকে ধামইরহাট হাসপাতালে নেয়া হয়েছে। কর্তব্যরত ডাক্তার তাকে ১০-১৪টি সেলাই দিয়েছেন এবং তার অবস্থা আশংকাজনক বলে জানান।
জখমী উপজেলার মঙ্গলবাড়ী বাজার এলাকার মৃত রফিক উদ্দিনের মেয়ে। ঢাকা জজকোর্ট বার এসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট রুমি জানান, ৪ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে জমিজমা সংক্রান্ত বিষয়ে ভাই-বোনে বাকবিতণ্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছোটভাই মাহবুব আলম লেবু লোহার রড ও হাতুড়ি দিয়ে মাথায় একাধিক আঘাত করে এবং শরীরে বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি মারপিট করে। গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় তাকে বড় ভাবী ও আত্মীয়স্বজনরা হাসপাতালে নিয়ে আসে।
তিনি আরও জানান, ভাই মাহবুব আলম লেবু তাদের স’ মিলের টাকা একাই ভোগ করেন, কাউকে কোনো ভাগ দেন না। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশেই তার ভাই উকিল রুমিকে হামলা করেছে বলে উকিল রুমি অভিযোগ করেন। তবে অভিযুক্ত হামলাকারী মাহবুব আলম লেবু মারপিটের বিষয়টি অস্বীকার করেন।
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, ঘটনা মৌখিক শুনে চিকিৎসার পরামর্শ দিয়েছি। অভিযোগ পাওয়ামাত্রই আইনগত ব্যবস্থা নেব।