ছাতিরচরে গণসংযোগ করলেন রৌশন আক্তার

নিজস্ব প্রতিনিধি ।।

সারাদেশে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের সরগরম হাওয়া। এরই ধারাবাহিকতায় নিকলী উপজেলার পাড়া-মহল্লা, মাঠ-ঘাট, হাট-বাজার, চায়ের স্টল সবখানেই এখন চলছে উপজেলা নির্বাচনী জল্পনা-কল্পনা।

বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। চষে বেড়াচ্ছেন উপজেলার গ্রাম থেকে গ্রামে।

গতকাল সোমবার (৪ ফেব্রুয়ারি ২০১৯) তিনি নির্বাচনী প্রচারণায় গণসংযোগ করেছেন ছাতিরচর ইউনিয়নে। সেখানে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। উপস্থিত জনতা রৌশন আক্তারের প্রতি সমর্থন জানিয়ে খণ্ড খণ্ড স্লোগান দিতে দেখা যায়।

গণসংযোগের এক পর্যায়ে তিনি সংক্ষিপ্ত আলোচনায় জানান, নিকলী উপজেলার ভোটাররা আমাকে গত নির্বাচনে ভালোবাসা দিয়ে বড় ব্যবধানে জয়ী করেছেন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো আমাকে নির্বাচিত করবে। আমি জনগণের কল্যাণে আগের মতোই নিজেকে নিয়োজিত রাখবো।

উল্লেখ্য, আসন্ন উপজেলা নির্বাচনের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন কারপাশা ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময়ের মধ্যে দিয়ে। গত বুধবার (৩০ জানুয়ারি ২০১৯) গণসংযোগের প্রথম দিনে কারপাশা ইউনিয়নের মজলিশপুরে তিনি সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

Similar Posts

error: Content is protected !!