ধামইরহাটে প্রতিবন্ধী বিদ্যালয়ে জমকালো পিঠা উৎসব

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ধামইরহাট প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

ধামইরহাট ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠা নিয়ে কয়েকটি স্টল দেয়া হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আইটি বিশেষজ্ঞ ড. ইঞ্জিনিয়ার ফিজার আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই-রব্বানী, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মাহবুব উর রহমান, শিক্ষানুরাগী আব্দুল মুকিত কল্লোল, সহকারী প্রধান শিক্ষক আকুল কাশেম ফজলুল হক, প্রধান শিক্ষক তরিকুল ইসলাম প্রমুখ।

পরে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Similar Posts

error: Content is protected !!