ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সংবাদদাতা ।।
নিকলী উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি কারার শাহরিয়ার আহমদ তুলিপের নেতৃত্বে ৪ জানুয়ারি সোমবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করা হয়। অনুষ্ঠানমালায় ছিল কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালি। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখান আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৪৮ সালের আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সভাকক্ষে এক সাধারণ আলোচনার মাধ্যমে ছাত্রলীগ সংগঠনটি গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বীরত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।

ছবি সংগ্রহ : কারার দিদারুল মনির তোফায়েল

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!