আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একশ’ ডলার মূল্যমানের ১৭৬টি জাল ডলারসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)-এর সদস্যরা।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে পাকুন্দিয়া উপজেলার ভিটিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার বিএন এম শোভন খান।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার সারুয়াকান্দি এলাকার মৃত আব্দুল রহিমের ছেলে আবু বাক্কার (৬৫) ও বড় খালেরপাড় এলাকার মৃত সাহেদ আলীর ছেলে মো. বাদল (৩৫)।
কোম্পানি কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার ভিটিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একশ’ ডলার মূল্যমানের ১৭৬টি জাল ডলার জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে পাকুন্দিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও এসময় জানান তিনি।
সূত্র : বাংলা নিউজ