আবদুল্লাহ আল মহসিন ।।
বিপদগ্রস্ত হয়ে পড়েছে হাওরের নীল মাছরাঙা পাখি। আগের মতো এই পাখিটি আর তেমন চোখে পড়ে না। হাওরের বিল ঝিল নদী জলাশয়ে ধ্যানমগ্ন শিকারের আশায় বসে থাকার আকর্ষণীয় দৃশ্য সচরাচর আগের মত দেখা যায় না। দিন দিন কমছে নীল মাছরাঙা প্রজাতি। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া হাওর নদী জলাশয়ের মাছ ও জলজ জীব বৈচিত্র কমে যাওয়ায় মূলত এরা খাদ্য সংকটে ভুগছে। আর এ কারণেই হাওর এলাকা নিকলীতে নীল মাছরাঙা বিলুপ্ত হওয়ার পথে। এই অবস্থায় আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা নীল মাছরাঙাকে বিপদগ্রস্ত প্রাণী হিসাবে ঘোষণা করেছে। উইকিপিডিয়ার তথ্য মতে, বিপদগ্রস্ত প্রাণী হিসাবে নীল মাছরাঙাকে বাংলাদেশের বন্যপ্রাণী আইনে সংরক্ষিত ঘোষণা করা হয়নি।
নীল মাছরাঙার সাইন্টিফিক নাম Alcedo atthis বলে। এটি আলে সেডো অন্তর্গত ক্ষুদে মৎস শিকারী পাখি। এটি বাংলাদেশ, ভারত ছাড়া ইউরেশিয়া ও উত্তর আফ্রিকার বিভিন্ন এলাকায় দেখা যায়। এটি চড়ূই পাখির সমান হলেও লেজ খাটো ও মাথা দেহের তুলনায় স্বাভাবিকের চেয়ে বড়। দেহের উপরিভাগ নীল। দেহতল কমলা এবং ঠোঁট চোখা ও লম্বা। প্রধান খাদ্য মাছ। পানিতে ঝাপিয়ে এরা মাছ ধরে।
এরা নদী জলাশয়ের পাড়ের গর্তে বাস করে। কখনো গাছের গর্তেও বাস করে। এরা অপরিযায়ী পাখি শীতকালে যে সব এলাকায় পানি জমে যায় সে সব জায়গায় নীল মাছরাঙা অন্যত্র পরিযান করে। নীল মাছরাঙাকে কোন কোন জায়গায় পাতি মাছরাঙাও বলে।