ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হয়েছে। শনিবার (৯ ফেব্রুয়ারি ২০১৯) সকাল ৮টা থেকে দিনব্যাপী ক্যাম্পেইনে সদর হাসপাতালে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান।
মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. সারোয়ার হোসেন জানান, উপজেলার ১৯৩টি কেন্দ্রে ৩৮৬ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে ও ২৪ জন সুপারভাইজরের তত্ত্বাবধানে প্রায় ১৮ হাজার ৪৮০ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. মেশকাত রায়হান, সাংবাদিক আব্দুল মালেক, আবুমুছা স্বপন, রেজুয়ান আলম প্রমুখ উপস্থিত ছিলেন।