নিজস্ব প্রতিনিধি ।।
নিকলী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সাবেক সভাপতি ও নিকলী সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শেখ বজলুল হক (বড় মিয়া) গত শুক্রবার (৮ ফেব্রুয়ারি ২০১৯) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি গত বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি ২০১৯) তাঁর দ্বিতীয় স্ত্রীর বাড়ি ছাতিরচরে হৃদরোগে আক্রান্ত হন। সে অবস্থায় নিকলীতে তাঁর ছেলেকে খবর পাঠান ডাক্তারের কাছে নিয়ে যেতে। পরবর্তীতে তার ছেলে যাওয়ার আগেই সুস্থ অনুভব করছেন বলে জানান।
পরদিন শুক্রবার জুম’আর নামাজে যাওয়ার প্রস্তুতি নেন। তখনই আবার অসুস্থ হয়ে পড়েন এবং জুমা’র আগেই তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই স্ত্রী, ছয় ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল ৯টায় পশ্চিমহাটি গোরস্তানের পাশের মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন (৯ ফেব্রুয়ারি ২০১৯) তাঁর লাশ পশ্চিমহাটি গোরস্তানে দাফন করা হয়।
এই গুণী ও প্রথিতযশা পল্লী চিকিৎসকের মৃত্যুতে নিকলী সদর ইউনিয়ন পল্লী ডাক্তার সমিতির সকল সদস্য একদিনের শোক পালন করছেন।