আমাদের নিকলী ডেস্ক ।।
আগের দিনই ভেঙেছিলেন যে কোনো পর্যায়ের ক্রিকেটেই সবচেয়ে বড় ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। এবার নিজেকে আরও উঁচুতে নিয়ে গেলেন মুম্বাইয়ের স্কুল ছাত্র প্রনব ধানওয়াড়ে। তার দল ইনিংস ঘোষণার সময় ১ হাজার ৯ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটসম্যান।
স্কুল ক্রিকেটে অবিশ্বাস্য সব স্কোর দেখা যায় প্রায়ই। তবে সোমবার ক্রিকেট ইতিহাসেই সবাইকে ছাড়িয়ে যান ধানাওয়াড়ে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্তঃস্কুল টুর্নামেন্ট এইচটি ভান্ডারি কাপে কেসি গান্ধী স্কুলের এই ছাত্র ম্যাচের প্রথম দিনে রেকর্ড ৬৫২ রান করতে খেলেন মাত্র ১৯৯ বল!
সেদিনই ধানওয়াড়ে জানিয়েছিলেন, নিজের রান চার অঙ্কে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তিনি।
“কেন সম্ভব নয়? আমি আত্মবিশ্বাসী, আমি পারব। আমার আর ৩৫০ রান দরকার। যদি আমি দুই সেশনে ৬০০ রান করতে পারি তাহলে এক সেশনে ৩৫০ রানও করতে পারব।”
ঠিকই পেরেছেন ধানওয়াড়ে। দ্বিতীয় দিনও তাকে আউট করতে পারেননি আরিয়া গুরুকুল স্কুলের কোনো বোলার। ১ হাজার ৪৬৫ রানে কেসি গান্ধী স্কুল ইনিংস ঘোষণার আগেই এক হাজার রানের মাইলফলকে পৌঁছে যান তিনি। যে কোনো ধরনের ক্রিকেটে এটাই প্রথম চার অঙ্কের ব্যক্তিগত ইনিংস।
ধানওয়াড়ের ৩২৩ বলের ইনিংসটি ৫৯টি ছক্কা আর ১২৭টি চার সমৃদ্ধ।
ধানওয়াড়ের ১ হাজার ৯ যে কোনো পর্যায়ের ক্রিকেটেই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। মুম্বাইয়ের এই স্কুল ছাত্র আগের দিনই ভেঙেছেন ক্রিকেটের সবচেয়ে পুরোনো রেকর্ডগুলোর একটি। ১৮৯৯ সালে ইংল্যান্ডের ব্রিস্টলের ক্লিফটন কলেজ মাঠে নর্থ টাউনের বিপক্ষে ক্লার্কস হাউজের হয়ে ৬২৮ রান করেছিলেন ১৩ বছরের স্কুল ছাত্র আর্থার এডওয়ার্ড কলিন্স। যে কোনো পর্যায়ের ক্রিকেটে সোমবারের আগ পর্যন্ত এটাই ছিল একমাত্র ছয়শ’ রানের ব্যক্তিগত ইনিংস।
২০১৩ সালের নভেম্বরে মুম্বাইয়ের স্কুল ক্রিকেটেই ৫৪৬ রানের ইনিংস খেলে খবরের শিরোনাম হয়েছিলেন পৃথ্বি শ। হারিস শিল্ডে রিজভি স্প্রিংফিল্ড স্কুলের হয়ে ৩৩০ বলে ৫৪৬ করেছিলেন ১৪ বছরের এই স্কুল ছাত্র।
মুম্বাইয়ের স্কুল ক্রিকেটেই এক সময় ৬৬৪ রানের জুটি গড়ে আলোড়ন তুলেছিলেন কিশোর শচিন টেন্ডুলকার ও বিনোদ কাম্বলি। সূত্র : বিডিনিউজ
যে কোনো পর্যায়ের ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস