রোদারপুড্ডা বণিক সমিতি সম্পাদক কাইয়ুমের ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি ।।

জারইতলা ইউনিয়নের রোদারপুড্ডা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও জারুইতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুল কাইয়ুম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, আব্দুল কাইয়ুম গতকাল শনিবার (৯ ফেব্রুয়ারি ২০১৯) ধারীশ্বর গ্রামে গ্রাম্য সালিশে কথা বলার সময় স্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসার জন্য দ্রুত নিকলী উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ভাগলপুরে এবং পরে ঢাকার আগারগাঁওয়ের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। গত রাত ২টা ৫ মিনিটে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি চিকিৎসাধীন মারা যান।

মরহুমের নামাজে জানাজা আজ বাদ জোহর সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেনের বাড়ির সামনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পুড্ডা গোরস্তানে তাঁকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুল বাতেন, নিকলী উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন, নিকলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কারার গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক রিয়াজুল হক আয়াজ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সহপাঠী বন্ধুর মৃত্যুতে “আমাদের নিকলী ডটকম” ব্যবস্থাপনা সম্পাদক আজমল আহসান ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Similar Posts

error: Content is protected !!