নিজস্ব প্রতিনিধি ।।
নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, নিকলী থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও প্রথম সাধারণ সম্পাদক ইদ্রিস আলীর (নেতা) মাতা হাজেরা বেগম গত রাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
হাজেরা বেগম বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত রাতে (সোমবার দিবাগত রাত) দামপাড়ার নিজ বাড়ি থেকে স্বজনরা কিশোরগঞ্জের উদ্দেশে রওয়ানা হন। নিকলীতে অবস্থার অবনতি হলে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তারদের সকল চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
দেশসেরা বীর মুক্তিযোদ্ধা সন্তানের গর্ভধারীনি মায়ের মৃত্যুতে নিকলী উপজেলাকেন্দ্রিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী ডটকম” পরিবার গভীর শোক জানিয়েছে। সেই সাথে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করছে।