বগুড়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা আজম খানের মৃত্যু

গোলাম রব্বানী শিপন, নিজস্ব প্রতিনিধি (বগুড়া) ।।

বগুড়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সদ্য মনোনীত চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আজম খানের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, আওয়ামীলীগ থেকে মনোনয়নপত্র আনতে ঢাকায় যান আওয়ামী লীগের এ নেতা। মনোনয়নপত্র নিয়ে বগুড়ায়ও ফেরেন। তবে বাড়ি ফেরা হয়নি তার। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান তিনি।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোরে দলীয় মনোনয়নপত্র নিয়ে ঢাকা থেকে বগুড়ায় আসার পর শহরের সাতমাথায় বাস থেকে নামেন তিনি। এ সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান আজম খান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মাশরাফী হিরো মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে অংশ নিতে দলীয় মনোনয়নপত্র আনার জন্য গত দু’দিন আগে আজম ঢাকায় যান। দলীয় মনোনয়নপত্র হাতে পেয়ে সোমবার (১১ ফেব্রুয়ারি) রাতে বাসযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। ভোর ৬টার দিকে বগুড়া শহরের সাতমাথায় বাস থেকে নামার পরপরই তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে শজিমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Similar Posts

error: Content is protected !!