ধামইরহাটে উপজেলা পরিচালন উপ-প্রকল্প উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে।

প্রকল্পের আওতায় মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি ২০১৯) সকাল ১০টায় স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে ৪০ লাখ টাকা ব্যয়ে ইসবপুর বাজারে কৃষিজ পণ্য সংগ্রহ ও পাইকারী বিক্রয়ের জন্য অবকাঠামো নির্মাণ (সবজি শেইড), ভেড়ম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন সম্প্রসারণ, উপজেলার আবিলামে কৃষি মাঠের জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ এবং উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনগনের ব্যবহার্যে সড়ক বাতির জন্য ২০টি সোলার প্যানেল স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মঈন উদ্দীন ও ইউএনও গনপতি রায়। সপ্তাহ জুড়ে ৪টি কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আলী হোসেন, ইসবপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবু ওয়াদুদ শামা, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ ও মোঃ মনিরুজ্জামান এবং উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ আখতার হোসেন প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!