মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী এক বিবৃতিতে ফেনী জেলার ফুলগাজী আশ্রাফিয়া মাদ্রাসার পরিচালক ও শায়খুল হাদীস মুফতি হাবিবুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেছেন, তিনি দেশের একজন খ্যাতনামা সাহসী আলেম ছিলেন। নাস্তিক্যবাদী ও খোদাদ্রোহী গোষ্ঠীর মোকাবিলায় সোচ্চার ছিলেন।
হাফিজ্জী হুজুর রাহ.-এর খলিফা এবং ইদ্রিস কান্ধলভী রহ. এই সুযোগ্য শাগরেদ আজীবন বাতিলের বিরুদ্ধে সংগ্রামী ভূমিকা পালন করেছেন। হেফাজতের নাস্তিকবিরোধী আন্দোলনে আন্তরিক সহযোগী ছিলেন।
আল্লামা বাবুনগরী বলেন, মুফতি হাবিবুর রহমানের ইন্তেকালে আমরা একজন বুজুর্গ আলেম হারিয়েছি। তিনি দ্বীনি শিক্ষা বিস্তারে অনেক অবদান রেখেছেন। নিজের সাত সন্তানকে কুরআন হাদীসের তালিম শিখিয়ে আলেম বানিয়েছেন। তিনি ফেনীর কওমী মাদরাসাসমূহের অন্যতম মুরুব্বি ছিলেন।
দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ তাঁকে সম্মান করতেন। শুক্রবার শেষ রাত্রে তিনি ইন্তেকাল করেছেন। আমরা মরহুমের শোকাহত পরিবারের সকল সদস্যকে সমবেদনা জানাই, দোয়া করি আল্লাহ তা’আলা যেন তাদের সবরে জমিল দান করেন।
আল্লামা বাবুনগরী আরো বলেন, আমি দোয়া করি মহান আল্লাহ তা’আলা যেন মরহুমের নেক আমলগুলো কবুল করতঃ তাকে মাগফেরাত করেন এবং জান্নাতুল ফিরদাউস নসীব করেন।