বিশেষ প্রতিনিধি ।।
বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ মঞ্জুর আহাম্মদ বাচ্চু মিয়া আজ রোববার (১৭ ফেব্রুয়ারি ২০১৯) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ১৯৭০ ও ১৯৭৩ দুই সংসদের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ মঞ্জুর আহাম্মদ বাচ্চু মিয়া আজ সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে (বিআরবি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি হিসেবে সমাদৃত ছিলেন।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল সোমবার (১৮ ফেব্রুয়ারি ২০১৯) বাদ আসর বাজিতপুরের ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ আফজাল হোসেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুতে আরো শোক জানিয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক বাবু অজয় কর খোকন।
এছাড়াও শোক জানিয়েছেন আসন্ন বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মাস্টার, দাম্মাম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক এবং নিকলী উপজেলাকেন্দ্রিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী ডটকম” পরিবার।