ভ্যালেন্টাইনস ডে’তে বাগদান সারলেন তামিম-পরীমনি

আমাদের নিকলী ডেস্ক ।।

নানা কারণেই মিডিয়ায় আলোচিত ছিলেন ঢালিউড সুন্দরী পরীমনি। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রেমের গুঞ্জন। সাংবাদিক তামিম হাসানের সঙ্গে তিনি প্রেম করছেন। এবার জানা গেলে সেই প্রেম এখন চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে। দীর্ঘদিনের প্রেমিক তামিমের সঙ্গে বাগদান সেরে নিয়েছেন ঢালিউডের এই নায়িকা।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি ২০১৯) ভালোবাসা দিবসে বাগদান সারেন। পরীমনির রাজধানীর বারিধারার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়।

তামিম হাসান নিজেও ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করার মাধ্যমে পরীমনির সঙ্গে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার পরীমনি তার ফেসবুক পেজে তামিমের সঙ্গে ভালোবাসা দিবস উদযাপনের কিছু ছবি পোস্ট করেছেন।

২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তামিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন পরীমনি। এবার ২০১৯ সালে এসে সেই ভালোবাসা দিবসে বাগদান পর্ব শেষ করলেন “সুন্দরীতমা”। এখন কোনো এক ভালোবাসা দিবসে তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে।

গণমাধ্যমকে পরীমনি বলেন, তামিমের সঙ্গে প্রেমের সম্পর্ক অনেক দিনের। প্রতিটা প্রেমেরই পরিণয় দরকার। আমরাও চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছি। আমাদের প্রেমের শুরুটা হয়েছিল ১৪ তারিখে, বাগদানও হলো ১৪ তারিখে। বিয়ে করার পালা। সে ক্ষেত্রে আরেকটু সময় লাগবে।

সূত্র : ঢাকা টুডে

ছবি : পরীমনির ফেসবুক পেজ

Similar Posts

error: Content is protected !!