নিকলীতে ভাইস চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থী ফারুক মিয়ার গণসংযোগ

কারার ইমরান মাহাদী নিয়ন, নিজস্ব প্রতিনিধি ।।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে রোববার (১৭ ফেব্রুয়ারি ২০১৯) গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন নিকলী সদর ইউনিয়নের মিরহাটি গ্রামের ফারুক মিয়া। এ সময় তিনি মোহরকোনা থেকে রোদারপুড্ডা পর্যন্ত কর্মী-সমর্থকদের নিয়ে ঘুরে বেড়ান।

নিকলী নতুন বাজারে চায়ের স্টল মালিক ফারুক মিয়া জানান, নিকলীর সাধারণ জনগণ আমাকে সমর্থন দিয়ে নির্বাচনে নামিয়েছেন। ভোটে জয়ী হলে সবার বিপদে এগিয়ে আসবো। গরিব-দুঃখি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।

নিকলীতে ভোট হবে তৃতীয় দফায় ২৪ মার্চ। এবারই প্রথম উপজেলা পরিষদ নির্বাচন হবে দলীয় প্রতীকে। এরই মধ্যে দলীয় সমর্থন মিলেছে বর্তমান চেয়ার‌ম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারার সাইফুলের। একই সাথে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক রিয়াজুল হক আয়াজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সদর ইউনিয়নের ষাইটধারের রেজিয়া আক্তার পেয়েছেন দলীয় সমর্থন।

এদিকে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক উপজেলা পরিষদ নির্বাচনে আসছে না। স্বতন্ত্র প্রার্থী হিসেবেও বেশ কয়েকজনের প্রার্থিতার নাম শোনা যাচ্ছে। সে হিসেবে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝেই।

Similar Posts

error: Content is protected !!