নারায়ণগঞ্জ প্রতিনিধি ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দল সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় এটিএম কামাল বলেন, ইব্রাহিম সরদার বিএনপির একজন নিবেদিতপ্রাণ সৈনিক ছিলেন, নিজ এলাকায় তিনি প্রিয় সজ্জন, পরোপকারী ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে সকলের নিকট পরিচিত ছিলেন। মরহুমের এলাকাবাসী, পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম মোঃ ইব্রাহিম সরদারকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে এই শোক সহ্যের ক্ষমতা দান করেন (আমিন)।
উল্লেখ্য, গতকাল সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় ২ নং ঢাকেশ্বরী এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ১০টায় মীরপাড়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে বার্মা ইস্টার্ন কবরস্থানে দাফন করা হয়। মরহুম ইব্রাহিম সরদার (৪৫) দীর্ঘদিন যাবৎ দূরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ভুগছিলেন।