বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম) ।।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ আয়োজিত মহান মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত ৩য় বার্ষিকী নাট্যোৎসব ২০১৯ পালিত হচ্ছে বিশ্ববিদ্যালয় অঙ্গনে। ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন বুধবার (২০ ফেব্রুয়ারি) “নিত্যপুরাণ” নাটকটি মঞ্চস্থ হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে।
“নিত্যপুরাণ” নাটকটি রচনা করেছেন মাসুম রেজা, নির্দেশনায় থাকবেন শাকিলা তাসমিন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন নিকলীর কৃতি সন্তান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিষয়ের শিক্ষার্থী শেখ মোবারক হোসাইন সাদী।
সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হতে যাওয়া “নিত্যপুরাণ”-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন- একলব্য (রুমি ত্রিপুরা রুমরুম ও গোলাম রাব্বানী), দ্রৌপদী (সাদিয়া আফরি অমি ও মেহেরুন রাবিবা মিলি), যুধিষ্ঠি (পার্থ প্রতিম মহাজন), অর্জুন (তৌহিদুল ইসলাম তুষার), সহদেব (শেখ মোবারক হোসাইন সাদী), ভীম (ঋভু দ্রাবিড় ও ননাবী চাকমা), নকুল (আব্দুল কাদের সাইম), শণি (দীপা চৌধুরী), দ্রৌনাচার্য (শাহাদাত হোছাইন) এবং আরো কয়েকজন।
ভিন্নধর্মী ও নতুন চরিত্রে অভিনয় সম্পর্কে শেখ মোবারক হোসাইন সাদী বলেন, “মহাভারত-এর এটা আমার প্রথম নাটক। নতুন অভিজ্ঞতা, নতুন ক্যারেক্টারাইজেশন। এ নাটকের মধ্যে নিজেকে নতুন রূপে রুপায়িত করেছি। আমার অভিনয় জীবনে নতুন মাত্রা যোগ হতে চলেছে। পঞ্চম পাণ্ডব পরাজিত একলব্যের কাছে।” তিনি চট্টগ্রামে বসবাসরত নিকলীবাসীসহ সবাইকে নাটকটি সরাসরি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।