আমাদের নিকলী ডেস্ক ।।
পুরনো জায়গায় নতুন করে চোট পেয়ে দশ সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার। ফিরতে ফিরতে মৌসুম প্রায় শেষই হয়ে যাবে। নাও খেলা হতে পারে চ্যাম্পিয়ন্স লিগে। মাঠের বাইরে বসে দেখতে হবে সতীর্থের খেলা, গোল উদযাপন আরও নানা কিছু। কিন্তু ফুটবল যার ধ্যানজ্ঞান তার কী এতসব ভালো লাগার কথা!
ভালো যে লাগছে না সেটা খোলাখুলিভাবেই জানিয়ে দিয়েছেন নেইমার। চোট নিয়ে কতটা হতাশায় ভুগছেন সেটা বোঝাতে গিয়ে পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জানিয়েছেন, দুইদিন কেবল একটানা কেঁদেছেন, বের হননি ঘর থেকে!
“বিষয়টা হজম করতে আমার সময় লেগেছে। আমি দুইদিন বাসা থেকেই বের হইনি।” স্পোর্ত স্পেক্টাকুলারকে সাক্ষাতকারে নিজের কষ্টের কথা খোলা মনেই বলেছেন ব্রাজিলিয়ান ফুটবল সেনসেশন নেইমার।
“আমার খুব কষ্ট হচ্ছিল, আর এই সময় কেবল কেঁদেছি। এটা সত্যি খুব কষ্টের।”
“প্রথমবার যখন চোটে পড়ি তখন কিন্তু আমার এতটা কষ্ট হয়নি। আমি নিজেকেই নিজে বলতাম যে তাড়াতাড়ি সুস্থ হও। সামনে বিশ্বকাপ আছে, সেখানে তোমাকে খেলতে হবে। সেজন্য আমার খুব একটা খারাপ লাগেনি।”
২৩ জানুয়ারি স্ট্রসবুর্গের বিপক্ষে ফরাসি লিগ কাপের ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের ট্যাকলে ডান পায়ে চোট পান নেইমার। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া বিশ্বকাপের ঠিক আগে এই পায়ের মেটাটারসাল হাড় ভেঙে মৌসুমের মাঝপথে ছিটকে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এবারের চোটও ঠিক সেই জায়গাতেই।
প্রাথমিকভাবে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিএসজি। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। সেই প্রক্রিয়া সেরে মাঠে ফিরতে ফিরতে এপ্রিল গড়িয়ে যেতে পারে।
সূত্র : চ্যানেল আই অনলাইন