আমাদের নিকলী ডেস্ক ।।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ সংসদ সদস্য শপথ নিয়েছেন। তাদেরকে শপথবাক্য পড়িয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার (২০ ফেব্রুয়ারি ২০১৯) সকাল সাড়ে ১০টার কিছুক্ষণ পর এই শপথবাক্য পাঠ অনুষ্ঠান শুরু হয়।
এর আগে গত রোববার নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করে। ওই গেজেট অনুসারে নির্বাচিত ৪৯ সংসদ সদস্যের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির ৪ জন, ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্রের একজন।
গত ১২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। এ সময় প্রার্থী ও ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর শনিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।