মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
সারাদেশের মতো হবিগঞ্জের লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো একুশে ফেব্রুয়ারি আন্তর্জাত মাতৃভাষা দিবস ২০১৯।
এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে উপজেলার প্রশাসনিক চত্তরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে অংশ গ্রহণ করেন উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বের হয় প্রভাত ফেরী।
বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহিনা আক্তারের সভাপতিত্বে ও গোলাম সারোয়ার ভূইয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।