সাফায়াত ইসলাম (নূরুল), নিজস্ব প্রতিনিধি ।।
বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের পশ্চিম বালিগাঁও গ্রামে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি ২০১৯) সকাল সাড়ে ৮টার দিকে মোঃ আক্কেল আলীর ঘরের মধ্যে চতুর্থ শ্রেণির ছাত্র তোফাজ্জল মিয়া (১০) খেলাধুলা করতে গিয়ে দেয়ালের নিচে পড়ে গুরুতর আহত হয়।
পরে তোফাজ্জল মিয়াকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটুয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।