নারায়ণগঞ্জ প্রতিনিধি ।।
চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহতদের স্মরণে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির দ্বিতীয় দিনে অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি ২০১৯) বাদ আসর শহরের চাষাড়াস্থ বাগে জান্নাত মাদ্রাসায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল-এর উদ্যোগে এই দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, শহীদ জিয়া স্মৃতি সংসদ জেলা সভাপতি শহিদুল ইসলাম রিপন, বিএনপি ও অঙ্গসংঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন দেলু, মাকিদ মোস্তাকিম শিপলু প্রমুখ।