সংবাদদাতা ।।
বাংলা ৩০শে পৌষ নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ধনু নদীর তীরে প্রতিবছর মেলা বসে। মেলাকে ঘিরে এলাকায় বিরাজ করে উৎসাহ-আনন্দ-উদ্দীপনা আর নাইওর জিয়াফতের হিড়িক। গতকাল মঙ্গলবার থেকেই সিংপুর বাজার নদীর ঘাটে দোকান ও স্টল বসা শুরু করেছে। আজ বুধবার থেকেই মেলা পুরোপুরি জমবে। এলাকাবাসী জানান, নারী-শিশুরা নদী পারাপারে কষ্ট হওয়ায় এ বছর নদীর দুই পাড়েই মেলা জমবে। মেলায় খেলনা, খাবার, বস্ত্রসহ বিভিন্ন উপকরণ পাওয়া যায়।
প্রসঙ্গত মেলাটি প্রায় দুই শত বছর আগে হিন্দু সম্প্রদায়ে পৌষ সংক্রান্তি পূজা পার্বণ উপলক্ষে শুরু হয়েছিল। বর্তমানে হিন্দু সম্প্রদায়ের বসতি সিংপুর থেকে কমে গেলেও তাদের রেখে যাওয়া স্মৃতিকে ধারণ করে আছে।
ছবি : লেলিন রায়হানের ফেসবুক টাইমলাইন থেকে