ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো. আজাহার আলীর এক নির্বাচনী প্রস্তুতিমূলক বিশেষ বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি ২০১৯) সকাল ১১টায় থানা আওয়ামী লীগের আয়োজনে ধামইরহাট চাউল কলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) এলাকার সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু হানিফ, জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান মণ্ডল, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আজাহার আলী, আগ্রাদ্বিগুন ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, আড়ানগর ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী কমল, ধামইরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, আলমপুর ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী, আজিজুল হক বকুল, উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।