লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
হবিগঞ্জের লাখাই উপজেলার মাদনা-আব্দুল্লাপুর সড়কে দুই সহোদরের ওপর হামলা চালিয়ে সাড়ে ৩লক্ষ টাকাসহ ৪টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।
এ সময় ডাকাতরা ব্যবসায়ী মাহবুব ও তার সহোদর বাচ্চু মিয়ার হাত-পা ভেঙ্গে মারাত্মক আহত করে রাস্তায় ফেলে যায়। আহত দুই সহোদর উপজেলার মাদনা ফরিদপুর গ্রামের শাহা মিয়ার পুত্র। বুধবার (২৭ ফেব্রুয়ারি ২০১৯) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই দুই সহোদর চট্টগ্রামে ব্যবসা করেন সেখান থেকে বুধবার বাড়ি ফেরার পথে উল্লেখিত সড়কে পৌছলে একদল মুখোশধারী ডাকাত তাদের গতিরোধ করে সর্বস্ব ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এসময় তারা বাধা দিলে তাদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।