ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে এক আদিবাসী স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। জোর করে মাইক্রোবাসে ওই ছাত্রকে ওঠাতে না পেরে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা।
জানা গেছে, ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত খয়েরবাড়ী গ্রামের সতেন কিস্কুর ছেলে শুভ কিস্কু (১৪) প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বাইসাইকেল নিয়ে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। স্কুলে যাওয়ার পথে দাদনপুর-আলতাদিঘী সড়কের মাঝখানে বড় শাল বাগান এলাকায় আসামাত্র পিছনে একটি সাদা রংয়ের মাইক্রোবাস এসে তার সামনে দাঁড়ায়।
এ সময় মাইক্রোবাস থেকে ৩/৪ জন লোক নেমে তার শার্টের পিছনের কলার ধরে মাইক্রোবাসে তাকে ওঠানোর চেষ্টা চালায়। এক পর্যায়ে শুভ চিৎকার করতে থাকে। শুভর চিৎকার শুনে প্রায় ১০০ গজ দূর অবস্থানরত ছোট মোন্নাপাড়া গ্রামের নদরু হাসদার ছেলে মিল্টন হাসদাও চিৎকার করতে করতে মাইক্রোবাসের দিকে এগিয়ে আসতে থাকে।
অবস্থা বেগতিক দেখে অপহরণকারীরা শুভ ও তার ব্যবহৃত বাই সাইকেলটি ফেলে মাইক্রোবাস নিয়ে আলতাদিঘীর দিকে পালিয়ে যায়। শুভ কিস্কু স্থানীয় জগদল আদিবাসী স্কুল ও কলেজের ৯ম শ্রেণীর ছাত্র।
এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. জাকিরুল ইসলাম বলেন, ঘটনা জানার পর থানা পুলিশ ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের ধরার চেষ্টা চালায়। বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশের নজরদারী বাড়ানো হয়েছে।