ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে জাতীয় ভোটার দিবস ২০১৯ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে ১ মার্চ সকাল ১০টায় দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়।
বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক ও সাধারণ ভোটারগণ র্যালিতে অংশগ্রহণ করেন। “ভোটার হব, ভোট দেব” প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, ম্যাধমিক শিক্ষক সমিতির সভাপতি মুকুল হোসেন, নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, ধামইরহাট প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, প্রধান শিক্ষক খেলুন সরদার, আনোয়ার হোসেন প্রমুখ।